২১ রাউন্ড গুলিসহ ফরিদপুরে আ’লীগ নেতা আটক
গোপন ইনফর্মেশনের ভিত্তিতে ফরিদপুর ডিবি পুলিশের বিশেষ এক অভিযানে ফরিদপুর থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বাদশা মণ্ডল (৫০) আটক করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চর বালুধুম গ্রাম থেকে বাদশা মণ্ডলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। রোববার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয় তাকে।ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনীল কুমার কর্মকারের নেতৃত্বে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চরবালুধুম এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয় ডিবির ওসি সুনীল কুমার কর্মকার বলেন রোববার আইনগত প্রক্রিয়ায় ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে এলাকাবাসী জানান বাদশা মণ্ডল থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক পদ গ্রহণ করে রাজনীতির ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসাসহ স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছিল।
মোঃ কাইয়ুম হোসেন
টপ নিউজ টুয়েন্টিফোর
ফরিদপুর প্রতিনিধি।
