স্কুল মাঠ থেকে গরুর হাট অপসারণের দাবি সিমাখালী
শালিখা মাগুরা
শামছুর রহমান শালিখা মাগুরাঃদির্ঘদিন যাবত সিমাখালী বাজার সংল্গন সীমাখালী স্কুল & কলেজ এর খেলার মাঠ টি অপসারণের জোর দাবি জানিয়ে আসছিলো এলাকার প্রাত্তন ছাত্রসংগঠন,তারই ধারাবাহিকতায় সীমাখালী স্কুল & কলেজ মাঠ থেকে গরুর হাট উৎখাত আন্দোলের আলোচনা করেন প্রাত্তন ছাত্রসংগঠন, উপস্থিত ছিলেন সীমাখালী স্কুলের প্রাত্তন ছাত্ররা বর্তমান ছাত্ররা এবং এলাকাবাসী তারা বলেন,আমাদের প্রাণের দাবি স্কুল মাঠ থেকে গরুর হাট উত্তোলন করা হোক।
তারা আরো বলেন বাংলাদেশে নজিরায় এমন ঘটনা কোথাও এখন পর্যন্ত দেখা যায় নি,সরকারি স্কুল মাঠে গরুর হাট আছে।গরুর হাটের কারনে স্কুল মাঠে আর খেলাধুলা হয় না,এখানকার ছেলেরা মাঠের অভাবে খেলাধুলা শিখতে পারছে না।এবং তারা অনেক দুরে গিয়ে খেলাধুলা করছে যাতায়াতের পথে যদি কোন প্রকার দুৃর্ঘটনা ঘটে দায়ভার কে নিবে প্রশাসন,না গরুর হাটের কতৃপক্ষ।তাই আমাদের প্রাণের দাবি আমাদের স্কুল মাঠটি আমাদের খেলার মাঠের জন্য ফিরিয়ে দেওয়া হক।
আমাদের প্রাণের দাবি আমাদের মাঠ আমাদের ফিরিয়ে দিতে হবে।