Top news 24

অনলাইন ডেস্ক

দুর্নীতির দায়ে সৌদি আরবে দেশি-বিদেশি মিলিয়ে কমপক্ষে ১৩৬ জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল রবিবার (১৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ ‘নাজাহা’। খবর গালফ নিউজের।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সৌদি সরকারের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, ন্যাশনাল গার্ড, স্বাস্থ্য, আইন, পৌর ও পল্লী, আবাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। তাদের বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

নাজাহা জানায়, গত ১২ মে থেকে শুরু হওয়া শাওয়াল মাসজুড়ে দুর্নীতি দমন কর্তৃপক্ষ ৯১৪টি তদন্ত অভিযান চালায় এবং ৫৬২ জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে শেষ পর্যন্ত ১৩৬ জনকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here