Top news 24

হুদা মালী সুন্দরবন অঞ্চল প্রতিনিধি:


পশ্চীম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছে।

আজ বুধবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে সুন্দরবনের হোগলাডোরা খালে এই ঘটনা ঘটে।

নিহত মৌয়ালের নাম হাবিবুর রহমান সে শ্যমনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাঙ গ্রামের আজিজ মোল্লার ছেলে।

বন বিভাগের কৈখালী রেঞ্জ কর্মকর্তা মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চীত করে জানান, গতকাল মঙ্গলবার কৈখালী অফিস থেকে তারা মধু কাটার পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। আজ বুধবার সকালে রায়মঙ্গল নদীর হোগলাডোরা খালের পাশে মধু কাটার সময় হাবিবুরকে বাঘে ধরে নিয়ে যায়। পরে তার সঙ্গীরা বনের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসেছে।

এর আগে মঙ্গলবার বিকেলে পশ্চিম সুন্দরবনের হলদিবুনিয়া এলাকার আমড়াতলি খালে বাঘের আক্রমণে রবিউল নামে এক মৌয়াল আহত হয়েছে। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here