top news 24

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর মজুমদারি থেকে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সানন্দা মল্লিক (৩০) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার কনস্টেবল বাসুদেব মল্লিকের স্ত্রী।

পুলিশ বলছে, সানন্দা ‘মানসিক রোগে ভুগছিলেন’ এবং তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

জানা গেছে, সিলেট নগরীর বিমানবন্দর থানাধীন মজুমদারি এলাকার একটি বাসায় ৪র্থ তলায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস করেন কনস্টেবল বাসুদেব মল্লিক। রবিবার ভোরে ঘুম ভেঙে স্ত্রীকে বিছানায় দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন বাসুদেব। পরে ড্রয়িং রুমে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সাথে সানন্দার ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here