top news 24

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মোহাম্মদ আলী (২২) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা এলাকায় পাকা রাস্তার পাশে ধানক্ষেতের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
নিহত মোহাম্মদ আলী পাশ্ববর্তী খোকশাবাড়ী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।বুধবার অটোরিকশা চালিয়ে রাতে বাড়ি ফেরেনি মোহাম্মদ আলী। বৃহস্পতিবার সকালে ফুলকোচা এলাকায় ধানক্ষেতের আইলের পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here