টপ নিউজ 24
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় পুলিশ-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় ৮৮ জনের নামসহ ৪ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানচিত্র
মঙ্গলবার রাতে সালথা থানার পুলিশ উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, পুলিশ-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
স্থানীয়দের দাবি, দোকান খোলা রাখা নিয়ে স্থানীয় জাকির হোসেনকে তার সহকারী মারধর করলে বিক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। পরে রাতে ক্ষুব্ধ জনতা সালথা থানা, উপজেলা কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর চালায়। আগুন দেয়া হয় ইউএনও ও এসিল্যান্ডের গাড়িতে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান জুবায়ের হোসেন নামে এক যুবক। আহত হন ৮ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি।