top news 24
মুন্সীগ্ঞ্জ প্রতিনিধি
বিজয় টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সংবাদকর্মীরা।
মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক নয়নের উপরে সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকার নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, মঞ্জুর মোর্শেদ, শহীদ-ই-হাসান তুহিন ও সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবীব লাবনী।