Top news 24

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) নিজের ৩৫তম জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী শ্রুতি হাসান। নিজের জন্মদিনটা নতুন প্রেমিক শান্তনু হাজারিকার সঙ্গেই কাটালেন শ্রুতি। শান্তনুর ইনস্টাগ্রামের বেশকিছু ছবিতে শ্রুতির জন্মদিনের মুহূর্ত উঠে এসেছে। কিন্তু কে এই শান্তনু হাজারিকা, যিনি কিনা কমল হাসান কন্যার সঙ্গে প্রেম করছেন।

জানা গেছে, শান্তনু হাজারিকা একজন ডুডল শিল্পী। যিনি কিনা দিল্লিতে থাকেন। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ডুডল আর্ট প্রতিযোগিতায় সেরা ডুডল শিল্পীর শিরোপা পান শান্তনু হাজারিকা। তারপর ইঞ্জিনিয়ারিং ছেড়ে পাকাপাকি ভাবে এই পেশায় চলে আসেন শান্তনু। পাশাপাশি, হিপহপ সঙ্গীত শিল্পী হিসাবেও কাজ করছেন শ্রুতি হাসানের এই প্রেমিক।
শ্রুতির মতোই শান্তনু বিভিন্ন বাদ্যযন্ত্র সংগ্রহ করতে পছন্দ করেন। শ্রুতি হাসানের জন্মদিনে তার ছবি পোস্ট করে টুইটারে শান্তনু হাজারিকা লেখেন, ‘শুভ জন্মদিন রাজকুমারী’। সঙ্গে একাধিক লভ ইমোজি। শান্তনুর ইনস্টাগ্রাম থেকেই জানা যাচ্ছে, জন্মদিনটা তার সঙ্গেই কাটিয়েছেন শ্রুতি হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here