top news 24

 বগুড়া প্রতিনিধি

শেরপুরে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম তোফাজ্জল হোসেন (৮)।  সে উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের আব্দুল আজিজের ছেলে।  বুধবার সন্ধ্যার দিকে ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই গ্রামের মোখছেদ আলীর ছেলে মহরম আলী তার জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ শেষে বাড়ি যাচ্ছিলনে। এসময় স্থানীয় মধ্যভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তোফাজ্জল হোসেন পেছন থেকে দৌঁড়ে চলন্ত পাওয়ার টিলারের ওপর উঠার চেষ্টা করে। কিন্তু পাওয়ার টিলারের সঙ্গে কাঁদামাটি থাকায় পা পিছলে চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে তারা জানান।ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here