top news 24
বগুড়া প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় বাসের ধাক্কায় আব্দুল হালিম (৬৫) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম উপজেলার আমরুল ইউনিয়নের বি পুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
উত্তরঞ্চেল গামী একটি যাত্রীবাহী বাস মাঝিড়া বন্দর এলাকায় পৌঁছিলে নিয়ন্ত্রণ হারিয়ে নৈশ প্রহরী আব্দুল হালিমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।