টপ নিউজ 24
শরীয়পুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মোটরসাইকেলের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ দুইজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় খুলনা-ঢাকা মহাসড়কে। এতে ঘটনাস্থলেই মিঠু মাতুব্বর(২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত মিঠু মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের করিম হাওলাদারের কান্দি গ্রামের আয়নাল মাদবরের ছেলে। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোবাহান হাওলাদারের মেয়ে নুপুর আক্তার (১৮) ডাক্তার দেখাতে যায়। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মোটরসাইকেলের সাথে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিঠু মারা যায়। এলাকাবাসী নুপুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নুপুরও মারা যায়।নিহত মিঠু শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের করিম হাওলাদারের কান্দি গ্রামের আয়নাল মাদবরের ছেলে ও নুপুর একই এলাকার সোবাহান হাওলাদারের মেয়ে। তারা সম্পর্কে বেয়াই ও বেয়াইন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।