top news 24

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী পদ্মা নদীতে নৌকাডুবিতে দুই জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর নবগঙ্গা আই বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজদের উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ দুই জন হলেন, সাদিয়া ইসলাম সুচনা (৩০) ও রিমন (৮)। তারা তাদের অত্মীয় বাড়ি খোলাবোনা এলাকায় বেড়াতে যান।
উদ্ধার হওয়া নৌকার যাত্রী ইস্তিয়াক আহম্মেদ হৃদয় বলেন, নৌকায় মোট ১৩ জন যাত্রী ছিল। নবগঙ্গা আই বাঁধের কাছে নৌকাটি ঢেউ এর পাকে পড়ে ডুবে যায়। অন্যরা উঠে আসতে পারলেও তাদের দুইজন উঠে আসতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here