top news 24
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শাহবুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি ও কামরাঙ্গীরচরে শোকেসের গ্লাস ভেঙে আয়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শাহবুদ্দিন বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মাতুয়াইল মাদ্রাসা রোডের মাথায় সড়ক পার হবার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বাসার ভেতরেই খেলার সময় শোকেসের গ্লাসের উপর পড়ে যায় আয়ান। এতে তার পিঠে ঢুকে যায় গ্লাস। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।