top news 24
বরিশাল প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাউদেরখিল এলাকায় দাবীকৃত যৌতুক না পেয়ে শশুরবাড়িতে লোকসঙ্গীত শিল্পী তানজিলা রহমান খান হত্যাকারীদের বিচারের দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের সাধারণ নাগরিকদের ব্যানারে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত তানজিলার বাড়ি বরিশাল নগরীর ভাটিখানার পান্থ সড়কে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত তানজিলার বাবা মো. সাইদুর রহমান খান ও মা, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মো. হাসান ব্যাপারী, মাসুমা বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দাবীকৃত যৌতুক দিতে না পাড়ায় গত ৮ আগস্ট শ্বশুড় বাড়িতে ৯ মাসের অন্তঃসত্ত্বা তানজিলাকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়। তানজিলা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।