top news 24

অনলাইন ডেস্ক

মার্কিন মুলুকে ফের বিমান দুর্ঘটনা। ট্রাম্পের দেশে মন্টানায় একটি ছোট বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। আহত অবস্থায় হাসপাতালে আরও ১ জন।জানা গেছে, স্থানীয় সময় অনুসারে সিসি লেক বিমানবন্দরের উত্তরে শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। গত রবিবার ভোরে কর্তৃপক্ষ ওই ভেঙে পরা বিমানটি আবিষ্কার করে। খবর এনবিসি মন্টনা ও কলকাতা টোয়েন্টিফোরের।

দুর্ঘটনার জেরে মৃতদের মধ্যে একজন ওই বিমানের যাত্রী ও অপরজন পাইলট। মৃতদের মধ্যে একজনের নাম চার্লস ই ওলফ ও অপর জন ওয়েন ডি কাহুন। এদের মধ্যে কে বিমান ওড়াচ্ছিল তা জানা যায়নি। জানা গেছে, ওই বিমানে করে অপর যাত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়া হচ্ছিল। তাঁর শারীরিক অবস্থা কেমন, সে সম্পর্কে এখনও কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, এটি একটি সিঙ্গেল ইঞ্জিনের চারজন যাত্রী বিশিষ্ট একটা প্লেন। বিমান দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, করোনা আতঙ্কের জেরে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও, বহু দেশে এখন অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হয়েছে। এছাড়া ব্যক্তিগত প্রয়োজনে উড়ান দিচ্ছে প্রাইভেট প্লেনগুলিও। এমনই একটি প্লেন দুর্ঘটনার কবলে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here