টপ নিউজ 24
কুমিল্লা সদরের আলেখারচর এলাকায় এক হোটেলের কর্মচারী সুমন আহমেদ জোবায়েরকে (৩২) মোবাইল ফোনের জন্য খুন করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে।
রবিবার গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল দাশ বিষয়টি নিশ্চিত করেন। আটক আসামিরা হলো, সদর দক্ষিণ উপজেলার আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার মৃত আবু জাহেরের ছেলে মোঃ ইকবাল হোসেন ও দেবিদ্বার উপজেলার মাশিঘারা এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে মোঃ নূরে আলম।মামলার তদন্তকারী কর্মকর্তা পরিমল দাশ জানান, হত্যার ঘটনাটি রহস্যঘেরা ছিলো। তেমন কোন ক্লু ছিলো না। তথ্য প্রযুক্তির সহযোগিতা নিই। আসামিদের গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিমকে ছুরিকাঘাতসহ হত্যা কথা স্বীকার করে।