top news 24

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে খালের বাঁধ অপসারণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার মহব্বতপুর ও তেরাইল গ্রাম সংলগ্ন স্টুয়ার্ট খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদেরকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন- বাদিয়াপাড়া গ্রামের ওহিদুল ইসলাম (৪৫), রানা হোসেন (২৪), সজিব হোসেন (২৪), রনি হোসেন (১৮) শান্ত আলী (১৪), জাহিদ হোসেন (১৫) সাবের আলী (৪৫) ও আরোজ আলী (২৮)।

আহতদের মধ্যে ওহিদুল ও সাবের আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here