টপ নিউজ 24 ডেক্স,,রাজধানীর মিরপুর থেকে ২ কোটি টাকার হিরোইনসহ ‘মা’দক ডন’ আনোয়ারীকে গ্রে’ফতার করেছে র্যা’ব। এসময় তার কাছ থেকে মা’দক বিক্রির ২ লাখ ৩৬ হাজার টাকা ও ২টি মোবাইল উ’দ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) র্যারেব একটি দল পল্লবী থা’নাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় অ’ভিযান চালিয়ে তাকে গ্রে’ফতার করে।
র্যা’ব জানায়, শুক্রবার র্যা’বের সিনিয়র এএসপি সাগর দিপা বিশ্বা’সের নেতৃত্বে একটি অ’ভিযানিক দল রাজধানীর মিরপুরে পল্লবী থা’নাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় অ’ভিযান চালায়। এসময় ১ কেজি ৭০৭ গ্রাম হেরোইন ও মা’দক বিক্রিত নগদ ২ লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা এবং মা’দকের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোনসহ ওই নারী মা’দক ডনকে গ্রে’ফতার করে তারা।
জানা গেছে, ওই নারী দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অ’বৈধ মা’দকদ্রব্য হেরোইন সংগ্রহ করে। এবং রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় মা’দক বিক্রেতাদের কাছে তা বিক্রয় করে আসছিল। তার বি’রুদ্ধে রাজধানীর পল্লবী থা’নায় মা’দক সংশ্লিষ্ট ৪ টি মা’মলাসহ বিভিন্ন থা’নায় একাধিক মা’মলা রয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেকে ‘মা’দক ডন’ হিসেবে স্বীকার করে।
র্যা’ব জানিয়েছে, গ্রে’ফতার নারীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন