top news 24
রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে এক কিশোরী ধর্ষিত হয়েছে। পুলিশ ৫৫ বছর বয়সী ওই ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। এ ঘটনায় ধর্ষিতার বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের রাধাবল্লভ গ্রামের তৈয়ব আলী প্রতিবেশি এক দিনমজুরের কিশোরী কন্যার (১৩) ওপর তার কুনজর পড়ে। ২ স্ত্রী ও ৪ সন্তানের জনক তৈয়ব আলী মেয়েটিকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে এই ঘটনা ফাঁস করার ভয় দেখিয়ে একাধিকবার ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
সোমবার বিকেলে বিষয়টি ধর্ষিতা তার বাবা-মাকে জানায়। এরপর থানায় অভিযোগ করলে পুলিশ তৈয়ব আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আজ মঙ্গলবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।