top news 24

অনলাইন ডেস্ক

সোমবার সকালেই আসে দুঃসংবাদ। চলে গেলেন এ আর রহমানের মা করিমা বেগম। চেন্নাইতে মৃত্যু হয় করিমা বেগমের। মায়ের মৃত্যুর পর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানান অস্কার-জয়ী সুরকার। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার সকালে যখন এ আর রহমান নিজের সোশ্যাল হ্যান্ডেলে মায়ের মৃত্যুর খবর প্রকাশ করেন, তা দেখে মন ভেঙে যায় রহমান-ভক্তরা। জনপ্রিয় সুরকারের মায়ের আত্মার শান্তি কামনা করে একের পর এক টুইটে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম।

উল্লেখ্য, মাত্র ৯ বছর বয়সে মৃত্যু হয় এ আর রহমানের বাবার। ওই সময় এ আর রহমানের নাম ছিল দিলীপ। বাবার মৃত্যুর পর থেকে ছেলেকে আকড়ে ধরে বড় করে তোলেন তার মা। মায়ের নাম ছিল কস্তুরি। পরে ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম হয় করিমা বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here