top news 24
অনলাইন ডেস্ক
সোমবার সকালেই আসে দুঃসংবাদ। চলে গেলেন এ আর রহমানের মা করিমা বেগম। চেন্নাইতে মৃত্যু হয় করিমা বেগমের। মায়ের মৃত্যুর পর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানান অস্কার-জয়ী সুরকার। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
সোমবার সকালে যখন এ আর রহমান নিজের সোশ্যাল হ্যান্ডেলে মায়ের মৃত্যুর খবর প্রকাশ করেন, তা দেখে মন ভেঙে যায় রহমান-ভক্তরা। জনপ্রিয় সুরকারের মায়ের আত্মার শান্তি কামনা করে একের পর এক টুইটে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম।
উল্লেখ্য, মাত্র ৯ বছর বয়সে মৃত্যু হয় এ আর রহমানের বাবার। ওই সময় এ আর রহমানের নাম ছিল দিলীপ। বাবার মৃত্যুর পর থেকে ছেলেকে আকড়ে ধরে বড় করে তোলেন তার মা। মায়ের নাম ছিল কস্তুরি। পরে ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম হয় করিমা বেগম।