শালিখা প্রতিনিধি বজ্রপাতে নিহত কৃষক
শালিখা প্রতিনিধিঃআজ দুপুর ১-৩০মিনিটে মাগুরা শ্রীপুর উপজেলার শ্রী দসাই মন্ডল বজ্রপাতে নিহত হয়েছেন।দসাই মন্ডল কৃষি কাজ করতেন প্রতিদিনের মতো আজও সকাল বেলা কাজ করতে যান হঠাৎ বজ্রপাতে মারা যান। শ্রী দসাই মন্ডল ২নংআমলসা ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামের বাসিন্দা।তার এই মৃত্যুতে এলাকাবাসী শোকাহত,কৃষক ভায়েরা আকাশে বিদ্যুৎ চমকালে সর্তকতা অবলম্বন করবেন এবং নিরাপদ আশ্রয়ে সরে আসবেন।