top news 24
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে ট্রলিব্যাগ থেকে অজ্ঞাত নারীর (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বড় কাঁছি এলাকায় ঝোঁপের আড়াল থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।