ভৈরবে বিদুৎপৃষ্টে ও পানিতে ডুবে নিতদের পরিবারের মাঝে চেক বিতরণ।
ভৈরব প্রতিনিধি.
ইমন মাহমুদ লিটন
উপজেলা নিবার্হী অফিসার লুবনা ফারজানা`র কাছ থেকে ওই চেক গ্রহন করেন নিহতের স্বজনরা।
আজ বুধবার দুপুর ১২টায় উপজেলা নিবার্হী অফিসারের অফিস কক্ষে এই চেক প্রধান করা হয়। এই সময় উপস্হিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পি,আই,ও,)মো: জিল্লুররহমান রাশেদ।
জানা যায় গত ৬/৮/২০২০ তারিখে সাদেক পুর গ্রামে রুবেল মিয়া ছেলে মাসুম (৪) গত ২৩/৮/২০২০ জগনাথপুর দক্ষিণপাড়া দুলা আমিন মিয়ার দুই শিশুুকন্যা লামিয়া ও ফিয়ামনি পানিতে ডুবে মারা যায়। এবং গত ৬/৮/২০২০ শিমুলকান্দি ইউনিয়ন ইমামেরচর গ্রামে মৃত্যূ পাশুু মিয়ার ছেলে ফারুক মিয়া বিদুৎপৃষ্টে মারা যায়।
দুযোর্গ ব্যবস্হাপনা শাখা থেকে নিহতদের জগনাাথপুর গ্রামের একই পরিবারের দুজন নিহত শিশুু কন্যা পিতা দুলা আমিন কে ২৫০০০/- ( হাজার) এবং সাদেকপুর গ্রামে পানিতে ডুবে নিহত স্বজনের পিতা রুবেল ২০০০০/-(বিশ হাজার) ইমামের চর গ্রামের বিদুৎপৃষ্টে নিহত ফারুকের স্ত্রী পারভিন ২০০০০/- (বিশহাজার) টাকা ওই হাতে চেক প্রধান করা হয়।