Top news 24
অনলাইন ডেস্ক
ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের ঘটনায় আজ রবিবার সকালে তিনটি ও বিকেলের পর আরও ৯টি লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সেখানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে উত্তরাখণ্ড পুলিশ, এসডিআরএফ ও এনডিআরএফ।
গত রবিবারের এই বিপর্যয়ের ঘটনার পর থেকে উদ্ধারকাজ চলছে। এখনও তপোবন সুড়ঙ্গের ভিতরে ৩০ জনেরও বেশি শ্রমিক আটকে রয়েছেন। নিখোঁজ প্রায় আরও ১৬০ জন। এর আগে ইউনিয়ন পাওয়ার মিনিস্টার আর কে সিং ঘটনাস্থল পরিদর্শনের পর জানায়, তুষারধসের ঘটনায় সরকারি অবকাঠামোর ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ১৫০০ কোটি।
উত্তরাখণ্ড পুলিশের মহাপরিচালক অশোক কুমার বলেছেন, ‘চামোলি জেলার তপোবন, কর্নাপ্রায়াগ ও কলেশ্বরে এবং রুদ্রপ্রায়াগের কোটেশ্বরে উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস