top news ২৪

নেত্রকোনার কেন্দুয়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে স্বজনদের সাথে নৌকায় ঘুরতে গিয়ে বাতাসে উল্টে নৌকা ডুবিতে হাসিবা (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

 মঙ্গলবার দুপুরে উপজেলার বৌসন বিলে বাতাসে নৌকা উল্টে এ দুর্ঘটনা ঘটে।তরুণী ঢাকার ডেমরা থানার সারুলিয়া গ্রামের কবির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদের দিন ঢাকা থেকে বাবা মায়ের সাথে হাসিবা তার ভগ্নিপতি খোকন মিয়ার বাড়িতে কেন্দুয়ার দুর্গাপুর গ্রামে বেড়াতে আসেন।

মঙ্গলবার দুপুরে বৌসন বিলে তারা কয়েকজন মিলে নৌকায় করে ঘুরতে বের হয়।
এসময় বিলের মাঝামাঝি পৌঁছতেই বাতাসে নৌকা উল্টে সকলেই পানিতে পড়ে যায়।
অন্যরা সাঁতরে তীরে উঠলেও হাসিবা পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here