টপ নিউজ 24
টাঙ্গাইলের সখীপুরে বিলের পানিতে গোসল করতে নেমে ডুুবে গিয়ে সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার দাড়িয়াপুর আবাদী এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য শাহীন ও মাহবুবুর রহমান রবিন জানায়, দুপুরে তিন জন মিলে বর্ষার নতুন পানিতে বাড়ির পাশে বিলের মধ্যে গোসল করতে যায় সুমাইয়া। গোসলের এক পর্যায় আকস্মিকভাবে পানিতে ডুবে যায় সে। এসময় সঙ্গে থাকা দুই বোন চিৎকার করে।পরে মুমূর্ষু অবস্থায় তাকে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।