Top news 24

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সম্প্রতি দিনাজপুরের বিরামপুর উপজেলার মেয়ে শাম্মী আকতার মনির সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় আড়াই বছর পর ৪২ বয়সী মনিকে বিয়ে করলেন ৬৫ বছর বয়সী নূরুল ইসলাম।

মন্ত্রী নূরুল ইসলাম সুজন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে রেলমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

মন্ত্রীর স্ত্রী শাম্মী বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার প্রয়াত আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন। শাম্মীর আগে কুষ্টিয়ায় বিয়ে হয়েছিল। ২০১১ সালে বিচ্ছেদ হয় তার।

এরআগে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রেলমন্ত্রী হয়ে বিয়ে করেছিলেন মুজিবুল হক। মন্ত্রী হওয়ার পর অবিবাহিত জীবনের ইতি টানেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here