top news 24
বগুড়ার ধুনট উপজেলায় বাবাকে নৌকাযোগে আনতে গিয়ে নদীতে ডুবে রাশেদ বাবু (১৭) নামে এক প্রতিবন্ধী যুবক মারা গেছেন। রাশেদ বাবু উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের মন্টু সরকারের ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বাঙালি নদীর নান্দিয়ারপাড়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাশেদ বাবু জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার একটি হাত অকেজো। বাঙালি নদীর উত্তর পাড়ে তার বাড়ি। তার বাবা কাজের উদ্দেশ্যে নদীর দক্ষিণ পাড়ে যান। বিকাল ৫টার দিকে রাশেদ বাবু ব্যক্তিগত ডিঙ্গি নৌকা নিয়ে এক হাতে বৈঠা চালিয়ে বাবাকে নিতে নদীর দক্ষিণ তীরের দিকে রওনা হন।
তখন তার বাবা নদীর দক্ষিণে পাড়ে ছেলের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বিধিবাম। রাশেদের নৌকাটি নদীর মাঝপথে পৌঁছামাত্র পানির প্রবল স্রোতে ডুবে যায়। ছেলের দুর্ঘটনার এমন দৃশ্য দেখে তার বাবা চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাতে বেড় জাল দিয়ে নদী থেকে রাশেদের ভাসমান মৃতদেহ উদ্ধার করেন স্বজনরা।