top news 24
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় পোকা দমনের কীটনাশক ট্যাবলেট খেয়ে ইব্রাহীম জমাদ্দার (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইব্রাহীম উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মোসলেম জমাদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রী পুতুল বেগমের সঙ্গে ইব্রাহীমের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এই খবর শুনে তার শ্যালকরা এসেও তাকে বকাঝকা করে। সেই ক্ষোভ থেকে দুপুরে ঘরে থাকা চালের পোকা দমনের তিনটি ট্যাবলেট খায় ইব্রাহীম। হাসপাতালে নেওয়ার আধা ঘন্টার পর তার মৃত্যু হয়।এ ই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।