top news 24
বরিশাল প্রতিনিধি
বরিশাল বাকেরগঞ্জের প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর মৃধা বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে ওই দুই জনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ স্বজনদের। আহতরা হলো আসাদুজ্জামান লাভলু ও আল আমিন হাওলাদার। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, জমি নিয়ে আসাদুজ্জামান লাভলুর সাথে একই বাড়ির জয়নাল হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার রাতে লাভলু ও আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষ। স্বজনরা তাদের হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান লাভলুর বোন নিলুফা ইয়াসমিন।