Top news 24

অনলাইন ডেস্ক

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। আমেরিকান এ নেতা পুতিনকে একজন ‘হত্যাকারী’ হিসেবে অভিহিত করার পর তিনি এ আমন্ত্রণ জানালেন।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায় রাশিয়ার ক্রিমিয়া দখলের পর সাত বছর পালন অনুষ্ঠানের ফাঁকে কথা বলার সময় পুতিন আগামী দিনগুলোতে ‘সরাসরি সম্প্রচার’ বা ‘অনলাইন’ আলোচনা অনুষ্ঠানে বাইডেনকে আমন্ত্রণ জানান।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, ‘আমাদের আলোচনা অব্যাহত রাখতে আমি বাইডেনকে আমন্ত্রণ জানাতে চাই। তবে এক্ষেত্রে শর্ত রয়েছে যে আমাদের এ আলোচনা কার্যকরভাবে সরাসরি সম্প্রচার করতে হবে।’
তিনি বলেন, এটি একটি ‘সরাসরি উন্মুক্ত আলোচনা হবে যাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জনগণের ‘স্বার্থ’ থাকবে।’

বুধবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সই নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার নির্দেশ দেয়ায় অভিযুক্ত পুতিনকে আপনি কিভাবে দেখেন জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমিও তেমনি মনে করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here