top news 24

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের কোচনগর গ্রামে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন আহতের মেয়ে কাজল বেগম।

কাজল বেগম জানান, তাদের ভাই নেই। গত ডিসেম্বরে তার বাবা মারা যাওয়ার পর চাচাতো ভাই কবির মাতুব্বর গাছ লাগিয়ে তাদের পৈত্রিক সম্পতি দখল করে। সব শেষ সোমবার বিকেলে তাদের ঘরের সামনে বিদ্যুতের খুটি স্থাপন করার চেস্টা করে। এতে তার মা বাঁধা দিলে চাচাতো ভাই কবির মাতুব্বর, তার স্ত্রী রুমা বেগম, ছেলে রিমন, মেয়ে বিথি এবং একই বাড়ির ছালাম তাকে বেদম মারধর করে।

এ ঘটনায় সন্ধ্যায় থানায় বিচার চাইতে গেলে ডিউটি অফিসার এসআই ফিরোজ তাদের সাধারন ডায়রী (জিডি) করতে বলেন।
চড়-থাপ্পর কিল-ঘুষি-লাথি এগুলো ধর্তব্য অপরাধ নয়। একজন বয়স্ক নারীকে মারধর করেছে বিষয়টি অমানবিক। এসব ঘটনায় জিডিও নেয়া যায়, অনেক সময় মামলাও হয়। হামলার শিকার পরিবার তার সাথে যোগযোগ করেছিল। তিনি থানায় না থাকায় আহত পরিবারকে কাল (মঙ্গলবার) থানায় আসতে বলেছিলেন। তারা আজ সন্ধ্যায় এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here