টপ নিউজ 24
বরিশাল প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বেজহার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নিহত সাইফুল ওই উপজেলার কাছেমাবাদ বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা ব্রæনাই প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে। সাইফুল ঢাকার একটি মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, অর্থনৈতিক সংকটের কারণে উপজেলার বেজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ সংস্কারের কাজে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলো সাইফুল। ওই ছাদের উপর দিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের ক্যাবল রয়েছে। বিকেলে অসাবধনতাবশত সাইফুল ক্যাবলের সংস্পর্শে ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।