top news 24
বরিশাল প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামে একটি চাতাল মিল আগুনে পুড়ে গেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ড হয়। আগুনে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ চাতাল মিল মালিক।
চাতাল মালিক আব্দুল লতিফ হাওলাদার জানান, রাজিহার গ্রামে তার ‘ভাই ভাই’ নামের চাতাল মিলে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মিলের সর্বত্র ছড়িয়ে পগে। তখন বিদ্যুৎ সচল থাকায় স্থানীয় লোকজন রাইস মিলের আশপাশে যেতে পারেননি। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মিল ঘরে থাকা ৭০০ মন ধান, ২০০ মন চাল, তিনটি ভ্যান ও মূল্যবান দলিল-কাগজপত্র পুড়ে যায়।