ফরিদপুরে সরকারি গাছ নিয়ে রেঞ্জার সিরাজুল ইসলাম ও শাজাহান বিশ্বাসের রহস্যে ঘেরা কারসাজি।
গাছ চোর মুন্নাফ তো ঠিকই গ্রেফতার হলো পূর্বগঙ্গাবর্দী রেন্জ অফিস থেকে বাইশটি সেগুন গাছ রেন্জার সিরাজ কাটলো অবৈধভাবে সে গ্রেফতার না হয়ে বহাল তবিয়তে স্বপদেই আছে উর্ধ্বতনদের ম্যানেজ করে। মধুখালি জামালপুর রোডে বিভিন্ন দূর্নীতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় গ্রেফতার টেন্ডারবাজ শাজাহান বিশ্বাস মধুখালী রোড থেকে সিডুইলের সকল শর্ত ভংগ করে ৩৪ নং লট যাহা বিক্রি হয় নাই ও অন্যান্য অবিক্রিত সরকারি প্রায় দশ লক্ষ টাকার গাছ চুরি করে কাটলো তাতে বন বিভাগ কোন ব্যবস্হা নিল না কাৱন এখানে শফি খান এর সার্বিক সহযোগিতায় ফরেস্টার থেকে বিভাগীয় বন কর্মকর্তা পর্যন্ত চুরি করা গাছের ভাগ দেয়া হইছে। আসছি টপ নিউজ টুয়েন্টিফোরের এর রিপোর্টার আমি মো: শাহজাহান শেখ ,সকল তথ্য নিয়ে ধারাবাহিক ভাবে ফরিদপুরের বন বিভাগ কর্মচারী শফি খান সহ ফরেস্টার রেন্জার বিভাগীয় বন কর্মকর্তা ফরিদপুর কে সরকারী গাছ চুরির ভাগ দিয়ে শাজাহান বিশ্বাস বহাল তবিয়তে আছে। আগামি কাল থেকে চোখ রাখুন সকল তথ্যের ভিত্তিতে টপ নিউজ টুয়েন্টিফোর এর ধারাবাহিক প্রতিবেদনে।
মোঃ শাহজাহান শেখ
টপ নিউজ টুয়েন্টিফোর
কোতয়ালী থানা প্রতিনিধি ফরিদপুর।