প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আগামী ১৬ই সেপ্টেম্বর মালয়েশিয়াতে “দিন-The

প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম,
আগামী ১৬ই সেপ্টেম্বর মালয়েশিয়াতে “দিন-The Day” মুভিটি মুক্তি পেতে যাচ্ছে। প্রথম সপ্তাহে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের ১১ টি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু “দিন-The Day” সিনেমা নিয়ে আপনাদের যে আগ্রহ-উদ্দীপনা এবং অগ্রিম টিকিট বিক্রির অবস্থা দেখে কর্তৃপক্ষ প্রথম সপ্তাহে আরও ৪ টি সিমেনা হল বাড়িয়ে মোট ১৫ টি সিনেমা হলে মুভিটি মুক্তি দিতে যাচ্ছে।
আপনাদের এই আগ্রহ-উদ্দীপনা এবং ভালবাসা দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা রইল।
১৫ টি সিনেমা হলের তালিকা নিচে দেয়া হলঃ
- GSC Klang Parade Mall, Selangor
- TGV Cheras Sentral, Kuala Lumpur
- TGV The Strand, Petaling Jaya
- TGV 1 Shamelin, Kuala Lumpur
- GSC Quill City Mall
- TGV KLCC, KL
- TGV Setia Walk, Puchong
- TGV Jaya One, Petaling Jaya
- MMC City Square, Johor
- MMC Mesa Mall, Nilai Negeri Sembilan
- MMC Prangin Mall, Penang
- MMC Mahkota Parade, Melaka
- LFS Bukit Jambul, Penang
- Amerin Cineplex, Seri Kembangan Selangor
- Paragon Batu Pahat, Johor