পুলিশ কমিশনার মহোদয়ের আমন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত ।।।

গত ২৯/০৯/২০২২ খ্রিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের আমন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ, এম পি. মহোদয় গাজীপুর মেট্রোপলিটন
,,,, পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। জনাব মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহোদয়সহ উর্ধ্বতন সকল কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে প্রতিমন্ত্রী মহোদয়কে স্বাগত জানান।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার প্রতিমন্ত্রী মহোদয়কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন সেই সাথে গাজীপুর মহানগরীকে বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কমিশনার মহোদয়ের বিভিন্ন পরিকল্পনার বিষয়েও মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অবগত করেন।
এরপর প্রতিমন্ত্রী মহোদয় তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন এবং পুলিশ কমিশনার কর্তৃক গৃহীত রোড ডিসিপ্লিন আনায়ন কার্যক্রম সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করে কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান। তিনি আরো জানান যে, তার নির্বাচনী এলাকা থেকে জনসাধারণ ফোন করে তাদের এ উচ্ছ্বাসের কথা প্রকাশ করেন।
এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।।।।। টপ নিউজ 24 স্বাগতম।।