top news 24

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাছ ধরার জাল পাততে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন জামাল মিয়া (২৮) নামের এক যুবক।

শুক্রবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া নামক এলাকার মহাদেও নদীতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ জামাল মিয়া রংছাতি ইউনিয়নের আমগড়া গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাল দিয়ে মাছ ধরতে জামাল মিয়ারা দুই ভাই বাড়ির কাছে মহাদেও নদীতে যায়।
এ সময় জালের এক প্রান্ত ধরে জামাল মিয়া নদীর এক পাড় থেকে অপর পাড়ের দিকে যান। ছোট ভাই রুবেল মিয়া জালের এক প্রান্ত ধরে থাকেন। কিন্তু জাল পেতে ফিরে আসার সময় জামাল মিয়া আর পাড়ে আসতে পারেননি।

ছোট ভাই রুবেল মিয়া বড় ভাইকে পাড়ে আসতে দেরি দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে এলাকাবাসী নিখোঁজ জামাল মিয়াকে উদ্ধারের জন্য পানিতে নামেন।

নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here