জমি নিয়ে বিরুধ এ এক অসহায় ব্যক্তিকে কুপিয়ে আহত করল।
তাইফুর রহমান তপু
ক্রাইম রিপোর্টার নেত্রকোনা।
নেত্রকোনার মদনপুর উপজেলার লক্ষিপুর গ্রামের অসহায় চা বিক্রেতা খেলুমিয়া কে দুকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে হামলা করে তারই আপন ভাতিজা গং।
তদন্ত করে মূল ঘটনা যানতে গেলে জানা যায় যে খেলুমিয়ার কাছ থেকে তার ভাতিজা ৭শতাংশ জমি ক্রয় কিরেছিল, কিন্তু ১০শতাংশ জমি তারা দখলে নিয়ে রেখেছে। খেলু মিয়া তার নিজের ৩শতাংশ জমিতে কিছু বালু রেখেছিল সেটাই তার অপরাধ আর সেই অপরাধের কারণে একা নিরস্ত্র ও অসহায় খেলুমিয়া কে কুপিয়ে আহত করে ফেলে রাখে। খেলু মিয়ার ৩ মেয়ে, ছেলে সন্তান নেই, খুব কষ্টে মেয়েগুলুকে নিয়ে চায়ের দুকান চালিয়ে তার সংসার চালায়। সেই সুযোগ এ তাহার ভাতিজা গং খেলুমিয়ার সহায় সঙ্গে ম্পত্তি আত্তসাত করার চেষ্টায় আছে। ঘটনার পরে খেলু মিয়াকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়, এবং মামলা এফ,আই,আর করা হয়।
এই বিষয়ে অই এলাকার চেয়ারম্যান এর সাথে কথা বল্লে ঘটনার সত্যতা পাওয়াযায়, চেয়ারম্যান আরো বলেন, এলাকাবাসি সকলে মিলে চাইতেসে যে সামাজিক আলোচনার মাদ্ধ্যমে এটি নিস্পত্তি করার জন্য।