top news 24

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংস্কার কাজে অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। এতে করে কাজ শেষ হওয়ার একদিন পরই নতুন প্রাচীর ভেঙে পড়েছে।   স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কমপ্লেক্সের প্রাচীর ও গাড়ি রাখার গ্যারেজসহ কয়েকটি স্থানে সংস্কার কাজ শুরু হয় গত মাসে। এই সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ টাকা। আর কাজটি করছেন সিরাজগঞ্জ জেলার ঠিকাদারী প্রতিষ্ঠান জামিল কন্সট্রাশন।   স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজের শুরু থেকে অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করছে। বিষয়টি কমপ্লেক্সের কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু কর্মকর্তার অবহেলার কারণে ঠিকাদারের লোকজন দায়সারা কাজ করছে। যার কারণে কাজ শেষ হতে না হতেই প্রাচীর ভেঙে পড়েছে। এছাড়া ওই প্রাচীরের পিলার সংখ্যাও কম। আর বাকি কাজগুলোর প্রায় একই অবস্থা।  তবে জামিল কন্সট্রাশনের কর্ণধার রফিকুল ইসলামের বলেন, এখন বর্ষা মৌসুম চলছে। এর মধ্যে যে স্থানে প্রাচীর নির্মাণ করা হয়েছে সেখানে গভীর পানি। তার ওপর প্রাচীরের ওজন ও বৃষ্টিপাতের কারণে সে স্থানটি ধসে গেছে। তবে ওই স্থানে আবার সংস্কার করা হবে।  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার বলেন, ‘ওই কাজের বিষয়টি আমরা জানি। এটা আমাদের প্রকৌশলী এসে তদন্ত করেছেন। তার প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নিবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here