top news 24

নাটোর প্রতিনিধি

নাটোর শহরে অভিযান চালিয়ে ২টি ক্লিনিক কর্তৃপক্ষকে ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এই অভিযান পরিচালনা করেন। এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ক্লিনিকগুলো হলো-শহরের মলি­কহাটি এলাকার জমেলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বনবেলঘরিয়া বাইপাস এলাকার শুভেচ্ছা হাসপাতাল ও হরিশপুর বাইপাস এলাকার জনতা ক্লিনিক।
ক্লিনিক বা হাসপাতাল ব্যবসা পরিচালনার লাইসেন্স না থাকা এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন কারণে শুভেচ্ছা হাসপাতালকে ১ লাখ ৫ হাজার টাকা, জনতা ক্লিনিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শহরের মলি­কহাটি এলাকার জমেলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কাউকে না পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here