top news 24
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামে মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ে ৩০টি ঘরবাড়ি ভেঙে গেছে। ঝড়ে ঘরের চালা উড়ে গেছে, গাছপালা ভেঙ্গে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা জানান, মঙ্গলবার রাতে আচমকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিন পরিদর্শন করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে চাল, ডালসহ শুকনো খাবার দেয়া হচ্ছে। আরও সহায়তা প্রদানে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা প্রেরণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।