top news 24

পশ্চিম আফিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় ছয় ফরাসীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। হামলায় ফরাসী নাগরিকদের এক নাইজারিয়ান গাইড এবং এক গাড়িচালককেও হত্যা করা হয়েছে।

রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি উন্মুক্ত ওয়াইল্ডলাইফ পার্কে এ হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসোফু কাতাম্বে জানিয়েছেন, নিহত ছয় ফরাসী নাগরিক অ্যাক্টেড নামে একটি এনজিও’র কর্মী ছিলেন।

নাইজারে ফরাসী নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়। ফরাসী প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ টেলিফোনে নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইসোফুর সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।বেশিরভাগ ভুক্তভোগীকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে একটি খালি ম্যাগজিন পাওয়া গেছে। হামলাকারীরা মোটরসাইকেলে এসে ঝোপের ভেতর লুকিয়ে ছিল। ফরাসীদের দলটি সেখানে উপস্থিত হতেই তাদের ওপর হামলা চালানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here