নড়াগাতিতে স্ত্রী কে বেধড়ক মারধর,স্বামী সহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।.

নড়াগাতিতে স্ত্রী কে বেধড়ক মারধর,স্বামী সহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।
বিশেষ প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম।
নড়াইল জেলার নড়াগাতি থানার ডুটকুরা গ্রামে ১৬ অক্টোবর রবিবার স্ত্রী নাজমা বেগমকে মারধরের অভিযোগ উঠেছে স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে। মারপিটের শিকার হয়ে নাজমা বেগম বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। নাজমা বেগম বলেন গত ১৬ অক্টোবর রবিবার আনুমানিক বিকাল তিন টার সময় নড়াইল জেলার নড়াগাতি থানার ডুটকুরা গ্রামের মৃত সৈয়দ খাঁ এর ছেলেরা ও আমার স্বামী বিল্লাল খাঁসহ, জিলবর খাঁ , ফুরাদ খাঁ, জিহাদ খাঁ, অকারনে আমাকে খুন করার উদ্দেশ্যে সবাই একই সাথে আমাকে এলোপাতাড়ি মারধর করে , আমার স্বামীর হাতে থাকা লাঠি দিয়ে আমাকে খুন করার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ করে বাড়ি দিলে আমি ডান হাতদ্বারা ঠেকাইলে আমার ডান হাতের কব্জির নিচে লাগিয়া হাড় ভাঙ্গাসহ গুরুতর জখম হয় ,এবং আমার হাটু সহ শরীরের বিভিন্ন স্হানে আঘাত করে সেই সাথে তার অন্য ভাইয়েরা ও মারধর করে এই ঘটনা আমার মেয়ে ও আশপাশের লোকজন না ঠেকালে আমি মরেই যেতাম। সোমবার এ ব্যাপারে নাজমা বেগম বাদী হয়ে স্বামী ও তার সহযোগী ভাইদেরকে আসামি করে নড়াগাতি থানায় একটি অভিযোগ দাখিল করেন। এ বিষয় অভিযুক্ত স্বামী মোঃ বিল্লাল খাঁকে তার মুঠোফোনে ০১৩২৫৩৪৬৪১০ একাধিক বার কলকরলেও তিনি ফোন রিসিভ করেননি।
নড়াগাতি থানার আফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, স্বামী ও তার সহযোগী কর্তৃক স্ত্রীকে মারধরের বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।