top news 24
অনলাইন ডেস্ক
বাংলাদেশে জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারিতে করোনাভাইরাসের টিকা এসে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীতে নিজ সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার টিকা সংগ্রহে ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে সরকার। আশা করছি, জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারিতে টিকা দেশে এসে পৌঁছাবে।’
তিনি বলেন, টিকা সংগ্রহ এবং ব্যবস্থাপনার বিষয়টি সুচারুভাবে সম্পন্ন করতে পূর্বপ্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে এবং দেশবাসীকে অবহিত করছে।