top news 24
অনলাইন ডেস্ক
তিউনিসিয়ার উপকূলীয় শহর সৌসিতে ছুরি হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছে। এছাড়া ওই ঘটনার পর পুলিশের গুলিতে তিন আক্রমণকারী নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য জানান। পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে নতুন সরকার শপথ গ্রহণের দুই দিনের মাথায় এই হামলা হলো।
খবরে বলা হয়, সন্দেহভাজন জঙ্গিরা ন্যাশনাল গার্ডের চেক পয়েন্টে হামলা চালায়। ন্যাশনাল গার্ডের মুখপাত্র হৌসেম ইডিন বলেন, সৌসির কেন্দ্রে ন্যাশনাল গার্ডের দুই কর্মকর্তা ছুরি হামলার শিকার হন।