top news 24
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-দশমাইল-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মতিয়ার রহমান (২৮) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।
নিহত মতিয়ার রহমান নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কুন্দল পশ্চিমপাড়ার মোস্তাকিম হোসেনের ছেলে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-দশমাইল-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফকিরের মোড় নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দিনাজপুর-দশমাইল-রংপুর মহাসড়কে টাইলস মিস্ত্রি মতিয়ার রহমান মোটরসাইকেল যোগে দিনাজপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মতিয়ার রহমান মৃত্যুবরণ করেন।