Top news 24

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভারী বৃষ্টিতে পাহাড় ধসে এক পরিবারের পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালি ভিলেজার পাড়ায় পাহাড় ধসের এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, টেকনাফে এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের মাঝেই বুধবার ভোরে একটি পাহাড়ে ধস নামে। পাহাড়ের খাদের নিচে সৈয়দ আলমের পরিবার বসবাস করে। ধসে ঘুমন্ত অবস্থায় ওই পরিবারের সদস্যরা মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা মাটি খুড়ে হতাহতদের উদ্ধার করেন।

তিনি জানান, খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। আর কেউ মাটিচাপা পড়ে আছে কিনা সেটা তারা দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here