top news 24

অনলাইন ডেস্ক

স্বাভাবিকভাবেই দিশা পাটানির সহ-অভিনেতাদের মধ্যে সব থেকে ফিট বেশি ফিট হিসেবে দেখা হয় টাইগার শ্রফকে। টাইগারের অ্যাকশন দৃশ্য দেখার পর দিশার পাশে তাকেই নেবেন দর্শকেরা।

কিন্তু খোদ দিশা পাটানি বাদ দিয়ে দিলেন তার সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা টাইগারকে। নামই নিলেন না। এই খেতাব দিলেন অন্য কাউকে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার অভিনেতা অনিল কাপুরের জন্মদিন। সে দিনই তাকে নিজের ‘ফিটেস্ট কো-স্টার’ উপাধি দিলেন দিশা।
ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। দেখা যাচ্ছে, অনিল কাপুরের হাত ধরে হাসতে হাসতে এগোচ্ছেন দিশা। ‘মলং’ ছবিটির প্রচারের সময় তোলা একটি ছবি। নিচে লেখা, ‘হ্যাপি বার্থডে মাই ‘ফিটেস্ট কো-স্টার’।

দিশা এই খেতাবটি এখনও তার ‘বিশেষ বন্ধু’ ও সহ-অভিনেতা টাইগার শ্রফকে দেননি। অথবা বলিউডের ভাই সালমান খানকেও দেননি। সালমান খানের সঙ্গে ‘রাধে’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দিশা। বরং বেছে নিলেন ৬৪ বছর বয়সী অনিল কাপুরকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here